কোনও রকম কারণ না জানিয়ে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। আর এই অভিযোগ তুলে বারাসত স্টেশনে ভাঙচুর চালালো যাত্রীদের একাংশ। অবরোধ করা হয় ট্রেনও। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, RAF ও কমব্যাট ফোর্স। পরে পুলিশি হস্তক্ষেপে উঠে যায় অবরোধ। ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। উঠেছে সাংবাদিকদের হেনস্থার অভিযোগও।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় ফণীর আশঙ্কায় শনিবার শিয়ালদহ-হাসনাবাদ শাখায় একাধিক ট্রেন বাতিল করা হয়। বারাসত স্টেশনে আটকে পড়েন বহু যাত্রী। আর তারপরই রেল অবরোধের রাস্তায় নামেন যাত্রীদের একাংশ। স্টেশনের কেবিনরুমে ঢুকে চলে ব্যাপক ভাঙচুর। খবর পেয়ে স্টেশনে পৌঁছায় পুলিশ, RAF ও কমব্যাট ফোর্স। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।
Be the first to comment