দুই তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়ি থেকে বের করে “কুকুরের মতো” মারার হুঁশিয়ারি দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ । ভারতীর মন্তব্য কমিশনের নজরে আসে। তারপর পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের কাছে ভারতীর বিরুদ্ধে রিপোর্ট তলব করল কমিশন । শনিবার আনন্দপুরের গাড়রবাগে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেন ভারতী । সেখানে দলের কর্মীরা ভারতীকে অভিযোগ করেন, এলাকায় পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই । তা শুনে ভারতী বলেন , নিজেরা করে খাচ্ছে । ভোট করতে দেবে না ! ভয় দেখাচ্ছে । তারপর হুঁশিয়ারি দিয়ে ভারতী বলেন , ভয় দেখাক না ! বাড়ি থেকে টেনে টেনে বের করে কুকুরের মতো মারব । বলছি তো । তাঁর এই মন্তব্য নিয়ে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন ।
এদিকে ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনেক ভদ্রতা দেখিয়েছি। আপনার বিরুদ্ধে অনেক কেস রয়েছে।
পাশাপাশি বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে যাবেন বলে জানিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, এক সময় যে পুলিশের উর্দি পরতেন, সেটাকেই ব্যবহার করছেন উনি। ভোটারদের ভয় দেখাচ্ছেন। একজন প্রার্থীর এই আচরণ। ওঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাব আমরা। প্রার্থী পদ বাতিলের আবেদন জানাব।
Be the first to comment