প্রাকৃতিক দূর্যোগ ফণীকে মোকাবিলা করতে সারা দেশই প্রস্তুতি ছিল। ওড়িশায় এই ফণী দাপট তীব্র হবে এইরকম একটি পূর্বাভাস ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বিষয়ে কথা বলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পাট্টানায়কের সঙ্গে। পশ্চিমবঙ্গে এই প্রাকৃতিক দূর্যোগ মারাত্মক আকার ধারণ করার সম্ভাবনা থাকার সত্ত্বেও অদ্ভুতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন না করে ফোন করেন রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠীকে। খুব স্বাভাবিক ভাবে বোঝা যায় ফ্রেডারেল স্ট্রাকচারকে এই পদক্ষেপ ভীষণ ভাবে আঘাত করে। আজ এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পার্থ বাবু তাঁর বক্তব্যে বলেন এটা যুক্তরাস্ট্রীয় ব্যবস্থার ওপর আঘাত এবং সংবিধানের বিচ্যুতি ঘটানো। রাজ্যপালকে প্রধানমন্ত্রীর ফোন করার মধ্যে দিয়ে এই বিষয়টি প্রতিভাত হয় যে তিনি একজন বিজেপির নেতা হিসাবে এই কাজ করলেন একজন প্রধানমন্ত্রী হিসাবে নয়। উনি কিভাবে মানুষের রায় প্রাপ্ত মুখ্যমন্ত্রীকে অস্বীকার করলেন? মমতা ব্যানার্জী একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী। এই ঘটনায় তাই তাঁকে ফোন না করে রাজ্যপালকে ফোন করা অন্তত্য দুভার্গ্যজনক।
“This is an attack on a federal structure and a deviation from the Constitution. By calling the Governor he has acted as leader of BJP and not as a Prime Minister. How can he deny the mandate of our people? Mamata Banerjee is the elected chief minister of Bengal. This is unfortunate.”
কী বললেন তিনি?
শুনুন!
Be the first to comment