জন লোকপালের জন্য আবারও আন্দোলনে নামছেন সমাজকর্মী আন্না হাজারে। ২০১৮ সালের ২৩শে মার্চ দিল্লিতে জন লোকপালের দাবিতে আন্দোলনে নামবেন তিনি। এছাড়াও কৃষকদের সমস্যা, নির্বাচনী সংস্কার সহ একাধিক দাবিতে সত্যাগ্রহ আন্দোলন শুরু করার ডাকও দিয়েছেন আন্না। প্রসঙ্গত, ২৩শে মার্চ শহিদ দিবস। সেকারনেই ওই দিনটিতেই আন্দোলন শুরু করতে চাইছেন তিনি। বুধার মহারাষ্ট্রের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই ঘোষনা করেছেন আন্না হাজারে। পাশাপাশি তিনি আরও বলেছেন তিনি সমস্ত বিযয় জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও উত্তর আসেনি।
মূলত, দুর্নীতির ক্ষেত্রে লাগাম টানার জন্য জন লোকপাল গঠনের দাবি করে আসছেন হাজারে। ২০১১ সালে অনশনের পর শেষপর্যন্ত তাঁর দাবিগুলি নীতিগতভাবে মেনে নিয়েছিল তত্কালীন ইউপিএ সরকার। পরে ফের অনশনে বসেন আন্না হাজারে। সারা দেশেই তাঁর আন্দোলন সমর্থন পায়। এরপর ইউপিএ সরকার লোকপাল বিল পাশ করে। কিন্তু ক্ষমতায় আসার পর বিজেপি সরকার লোকপাল নিয়োগ করেনি। এক্ষেত্রে সরকার নানা কারন দেখিয়েছে। বর্তমানে লোকসভায় কোনও বিরোধী দলনেতা না থাকায় কমিটি গঠন করা যাচ্ছে না বলে খবর। আর সেকারনেই আন্দোলনের পথ বেছে নিয়েছেন বিশিষ্ট এই সমাজকর্মী।
Be the first to comment