ব্যারাকপুরের পরিস্থিতি বিবেচনা করে কুইক রেসপন্স টিমের সংখ্যা বাড়াতে চলেছে নির্বাচন কমিশন। রবিবার বারাসাতে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের পরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে তাঁর এই সিদ্ধান্তের কথা মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে জানিয়েছেন। নির্বাচন কমিশন ব্যারাকপুরের সব বুথকেই স্পর্শকাতর ঘোষণা করেছে।
প্রাথমিকভাবে ঠিক হয়েছে ব্যারাকপুরের জন্য অতিরিক্ত ২০ টি কুইক রেসপন্স টিম দেওয়া হবে অর্থাৎ পঞ্চম দফায় মোট ১৬২ টি কুইক রেসপন্স টিম মোতায়েন করা হবে।কুইক রেসপন্স টিমের সংখ্যা বাড়ানোর জন্য ব্যারাকপুরে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, শনিবার পর্যন্ত ঠিক ছিল পঞ্চম দফায় ৫২৮ কোম্পানি বাহিনী দিয়ে ভোট হবে কিন্তু রবিবার বারাসতে বৈঠকের পর সেই সংখ্যা বেড়ে হল ৫৩০। সোমবার রাজ্যে ৭টি লোকসভা কেন্দ্রে নির্বাচন।
Be the first to comment