মৈনাক সাউ,
কিংস ইলেভেন পাঞ্জাব এর জন্য রবিবারের ম্যাচ জেতা খুবই দরকারী ছিলো। লিগ টেবিলের সবার নিচে থাকা দলটি আজ মুখোমুখি হয়েছিলো সবচেয়ে উপরে থাকা দলের বিরুদ্ধে। আর সেই লক্ষ্যে সফল অশ্বিনরা। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল পাঞ্জাব। প্রথমে ব্যাট করে চেন্নাই ২০ ওভারে তোলে ৫ উইকেটের বিনিময়ে ১৭০ রান। ব্যাট হাতে দুর্দান্ত ফাফ দু প্লেসি ও সুরেশ রায়না। দু প্লেসি অল্প রানের জন্য সেঞ্চুরি করতে পারেন নি। ১০ বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। মাত্র ৫৫ বলে ৯৬ রান করে আউট হয়ে যান তিনি। অপর এক ওপেনার শেন ওয়াটসন মাত্র সাত রান করে আউট হয়ে যাওয়ার পর তিন নম্বরে ব্যাট করতে নামেন সুরেশ রায়না। ৩৮ বলে ৫৩ রান করে আউট হন তিনি।
তবে এই দুজন ছাড়া আর কেউই চেন্নাইয়ের হয়ে বেশি রান করতে পারেননি। এমএস ধোনি ১০ রান করে নট আউট থাকেন, অম্বাতি রায়ডু ১ ও কেদার যাদব কোনও রান না করেই ফিরে যান। পাঞ্জাবের হয়ে ৩ উইকেট নেন স্যাম কুরান ও দুই উইকেট নেন মহম্মদ শামি।
অন্যদিকে, জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই আক্রমণাত্মক ছিল পাঞ্জাব। আগের ম্যাচে খুব একটা ভালো না খেললেও আজ কিন্তু ফর্মে ছিলেন পাঞ্জাব ওপেনার লোকেশ রাহুল। ৩৬ বলে ৭১ রান করে আউট হন তিনি। সাতটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি মারেন লোকেশ। ২৮ বলে ২৮ রান করে আউট হন ক্রিস গেইল। এর পর কিছুটা ভরসা দেন নিকোলাস পুরান। তিনি করেন ৩৬ রান। মায়াঙ্ক আগরওয়াল সাত রান করে আউট হয়ে যান।
Be the first to comment