মাসানুর রহমান,
ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়িতে নির্বাচনী জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যুবদের রাজনীতিতে এগিয়ে আসার আর্জি জানান। মমতা বলেন, গত দুদিন ধরে ভীষণ দুর্যোগের আবহাওয়া। আমিও দুদিন সভা ক্যান্সেল করে খড়গপুরে ছিলাম কারণ ঝড়ের ওড়িশা হয়ে খড়গপুরে ধাক্কা খেয়ে ঝাড়গ্রামে ঢোকার কথা ছিল। সেই জন্য আমি আগে থেকেই খড়গপুরে বসে ছিলাম।
তিনি আরোও বলেন, এটা পঞ্চায়েত বা বিধানসভা নির্বাচন না, এটা কেন্দ্রের নির্বাচন। গত পাঁচ বছরে নরেন্দ্র মোদী কি করেছেন? বিজেপি পেট্রোল, ডিজেলের, রান্নার গ্যাসের দাম অগ্নিমূল্য করেছেন, নোটবাতিল করেছেন যার ফলে মানুষের ভোগান্তি হয়েছে এবং বহু মানুষ নোট বদলের লাইনে দাঁড়িয়ে মারা গেছেন।
তিনি আরোও বলেন, বিজেপি মানুষে মানুষে বিদ্বেষ ছড়াচ্ছে। মিথ্যে কথা, কুৎসা করে মানুষে মানুষে দাঙ্গা লাগাচ্ছে। বিজেপি মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে মানুষকে এবং মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। ওদের দলকে এখানে ঢোকা রুখতে হবে। আমাদের এ রাজ্যের সম্প্রীতি বজায় রাখতে হবে।
Be the first to comment