কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ আনলেন হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাঁর ব্যক্তিগত সচিব ইন্দ্রনীল বসুকেও মারধর করা হয় বলে অভিযোগ। সোমবার বেলা একটা নাগাদ বালিটিকুরী মুক্তারাম স্কুলের বুথে গণ্ডগোলের সূত্রপাত। অভিযোগ, দলবল নিয়ে ওই বুথে ঢুকতে গেছিলেন প্রসূনবাবু। তখন সেখানে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে বাধা দেয়। এই নিয়ে প্রসূনবাবুর সঙ্গে বচসা বাধে তাদের। এরপরেই প্রার্থীকে সেখান থেকে সরিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
প্রসূনবাবু অভিযোগ করেন, কেমন ভোট হচ্ছে দেখতে গেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আমাকে বুথে ঢুকতে বাধা দেয়। গালাগালিও করে। আমি রুখে দাঁড়ালে লাঠি চালিয়ে সেখান থেকে বার করে দেয়। মারধর করা হয় আমার সচিব ইন্দ্রনীলকে। দাশনগর থানায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।
Be the first to comment