ধনেখালিতে ভাঙচুর করা হলো লকেটের গাড়ি

Spread the love

বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ধনেখালির শিবাইচণ্ডীর মৈদিপুরের ১৫৯ নম্বর বুথে। অভিযোগ, সোমবার শিবাইচণ্ডীর মৈদিপুরের ১৫৯ নম্বর বুথের ইভিএম ভেঙে দেয় বিজেপি কর্মীরা। তার জেরেই তৃণমূলকর্মীরা বিক্ষোভ দেখায়। লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ভাঙচুর করে। এই ঘটনায় প্রিসাইডিং অফিসারকে পূর্ণাঙ্গ বিবরণ দিয়ে এফআইআর করার নির্দেশ দিলো নির্বাচন কমিশন। যদিও তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

লকেট চট্টোপাধ্যায় বলেন, আমরা ১৫৯ নম্বর বুথে গেছিলাম। সেখানে আমাদের এজেন্টকে বসতে দেওয়া হয়নি। পুরোপুরি ছাপ্পা ভোট চলছিল। আমাদের কাছে খবর আসে কোনও ভোটার ভোট দিতে পারেনি। দেখি বুথের পাশের ঘরে সিআরপিএফ ও প্রিসাইডিং অফিসারকে বসিয়ে মাংস খাওয়ানো হচ্ছে। আমি বলতে গেলে আমাকে মারধর করা হয়। চুলের মুঠি ধরে ধাক্কা মারা হয় আমাকে, লাথি মারা হয়। পরে আমার গাড়ি ভাঙচুর করা হয় । আমি কোনওরকমে প্রাণ নিয়ে বেরিয়ে আসি ।

লকেট বলেন, আমরা জেলাশাসকের অফিসে অভিযোগ জানাতে যাচ্ছি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*