ফণী নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে রিভিউ বৈঠক সোমবার সম্ভব নয় বলে জানিয়ে দিলো নবান্ন। পিএমও সূত্রে জানা গেছে, ফণীর রিভিউ বৈঠক নিয়ে তারা নবান্নে ফোন করেছিলো, পাঠানো হয়েছিল চিঠিও । বলা হয়েছিলো, ফণীর ক্ষয়ক্ষতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ক্ষতিগ্রস্থ রাজ্যগুলির প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন কিন্তু নবান্নের তরফে পিএমও-কে জানিয়ে দেওয়া হয় আজ বৈঠক সম্ভব নয়। ফণী পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার ভুবনেশ্বরে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভুবনেশ্বরের পাশাপাশি ফণী যেহেতু পশ্চিমবঙ্গেও তাণ্ডব চালিয়েছে তাই সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে প্রধানমনমন্ত্রী বৈঠক করতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গে।
বিষয়টি জানিয়ে নবান্নে পিএমও-র তরফ থেকে চিঠি পাঠানো হয়, ফোনও করা হয়। কিন্তু আজ বৈঠক সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে নবান্ন। নবান্ন সূত্রে খবর, আজ পশ্চিমবঙ্গে ভোট থাকায় সরকারি আমলারা এবং আধিকারিকরা ব্যস্ত। অনেকেই আছেন ভোটের ডিউটিতে। ফলে বৈঠকটি আজ কোনওভাবেই সম্ভব নয়।
এদিকে নবান্নের তরফ থেকে পাঠানো পাল্টা চিঠিতে রাজ্য অসামরিক ও বিপর্যয় মোকাবিলা দপ্তর জানায়, পশ্চিমবঙ্গে ৬ তারিখ ভোট থাকায় রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং সরকারি আধিকারিকরা দিনভর ব্যস্ত থাকবেন। ফলে বৈঠক আজ কোনওভাবেই সম্ভব নয়।
পিএমওর দাবি, রবিবার এই বৈঠকের বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তা সম্ভব হয়নি।
Be the first to comment