মমতা বন্দ্যোপাধ্যায়,
আজ গোপীবল্লভপুরে প্রথম নির্বাচনী জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় তিনি বলেন, সাইক্লোন নিয়ে রাজনীতি করছেন এক্সপায়ারি প্রধানমন্ত্রী। তিনি বলেন, যখন এখানে দুর্যোগ হওয়ার খবর পেলাম তখন আমি কলকাতায় না থেকে খড়গপুরে বসে ছিলাম, যাতে আমায় দৌড়ে এসে রাজনীতি করতে না হয়।
তিনি আরোও বলেন, বিজেপির একজন এক্সপায়ারি প্রধানমন্ত্রী নির্বাচনের আগে এখন রাজনীতি করছেন। আজ ওনার এখানে একটা মিটিং ছিল আগে থেকেই তাই উনি গতকাল একটা চিঠি পাঠিয়ে দিয়েছেন। এখানে এসে কলাইকুণ্ডায় নেমে উনি আমাদের ডেকে পাঠাবেন আর রিপোর্ট চাইবেন। কারণ আমরা তো ওনার চাকর-বাকর। লোক দেখানো একটা মিটিং ডাকবে আর তারপর বলবে রাজ্য এল না কোনরকম সহযোগিতা করছে না। প্রথমত উনি যখন আমায় যখন চিঠি পাঠিয়েছেন আমি তখন খড়গপুরে ছিলাম কলকাতায় ছিলাম আর ওনারা তো চিঠি পাঠানোর আগেই টুইট করেন পাবলিসিটি করার জন্য।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগের বার বন্যার সময় আমি নিজে ওনার কাছে টাকা চেয়েছিলাম, ২ বার দিল্লীতে গিয়ে দেখা করলাম, উনি একটাও টাকা দেন নি, আর আজ যেটুকু ক্ষতি হয়েছে তা সামলাবার ক্ষমতা আমার সরকারের আছে। ৫০০০ বাড়ির ক্ষতি হয়েছে, আমরা তা তৈরি করে দেব।
Be the first to comment