মাসানুর রহমান,
আজ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের রাধানগরে একটি নির্বাচনী সভা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, মোদী আমাকে বলছে তোলাবাজ। আমি তোলাবাজ হলে, মোদী তুমি কি? দাঙ্গা করিয়ে করিয়ে তোমার পা থেকে মাথা পর্যন্ত মানুষ খুনের রক্ত।
উন্নয়ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা এই অঞ্চলের উন্নয়নের জন্যও অনেক কাজ করেছি। আমাদের পানীয় জলের প্রকল্পে ২৩ লক্ষ মানুষ উপকৃত হবেন। এখানে সাঁওতাল আকাদেমি, স্কুল, রাস্তা, সেতু, ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেচ প্রকল্প তৈরী করা হয়েছে।
তিনি আরোও বলেন, বিজেপি ঠিক করে দেবে আমি কি স্লোগান দেব? বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলনে দেখেছি, নেতাজী বলেছিলেন জয় হিন্দ, ঋষি বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন লিখেছিলেন বন্দেমাতরম, আমরা জাতীয় সঙ্গীত গাই। দুর্গা পুজোর বিসর্জনের সময় আমরা জয় মা দুর্গা কি জয় বলি, কালী পুজোর বিসর্জনের সময় আমরা জয় মা কালী কি জয় বলি। আমরা কোনও একটা ধ্বনি দিই না কোনও এক দেবতার নামে। মুখে শুধু বড়ো বড়ো কথা, মোদী বাংলার দিকে তাকিয়েও দেখেনি পাঁচ বছরে।
Be the first to comment