বেআইনিভাবে টাকা নিয়ে যাচ্ছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই রিপোর্ট পাঠালেন পশ্চিম মেদিনীপুরের জেলা নির্বাচনী আধিকারিক । বিষয়টি এক্সপেনডিচার ও মনিটরিং কমিটিকে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে পিংলা থেকে প্রচার সেরে ফেরার সময় ভারতী ঘোষের গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। প্রায় ১ লাখ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
তৃণমূলের অভিযোগ, ভোটারদের টাকা বিলোচ্ছিলেন ভারতী ঘোষ। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। গাড়িতে ভারতীসহ চারজন ছিলেন। যদিও ভারতী ঘোষ বলেন, আমার কাছে ৫০ হাজার টাকা ছিল। আমার কনভেনরের কাছে কিছু টাকা ছিল । চালকের কাছে কিছু টাকা ছিল । সব টাকা এক সঙ্গে করে ওরা বাজেয়াপ্ত করেছে । চারজনের কাছে সব মিলিয়ে ১ লাখ ১৩ হাজার টাকা থাকতে পারে না ? আমাকে ফাঁসানোর চক্রান্ত করা হচ্ছে ।
বিষয়টি নির্বাচন কমিশনের নজরে এলে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করে কমিশন। বিস্তারিত তথ্য পাঠাতে বলা হয়। শনিবার সেই রিপোর্ট পাঠান পশ্চিম মেদিনীপুরের জেলা নির্বাচনী আধিকারিক। তাতে বলা হয়েছে, বেআইনিভাবে টাকা নিয়ে যাচ্ছিলেন ভারতী।
Be the first to comment