আজ তিন দিন হতে চলল, মাউন্ট আগুং-র আগুন আর ফুরোচ্ছে না। ক্রমাগত অগ্নুৎপাত হয়েই চলেছে। তার থেকেও বড় বিষয়, যত না লাভা বের হচ্ছে, তার থেকেও বেশি বের হচ্ছে কালো রঙের উড়ন্ত ছাই(Fly Ash)-এর ভান্ডার। মূলত এই ফ্লাই অ্যাশ’ই হল সমস্যার কারণ। এত বিপূল পরিমান থিক ফ্লাই অ্যাশ নির্গত হচ্ছে যে ‘বালি’ প্রদেশের আকাশ যেন ঘন কালো মেঘে ছেয়ে গেছে। এই অ্যাশ বিমানের ইঞ্জিনের পক্ষে খুবই বিপজ্জনক। বিমানের ইঞ্জিনে প্রবেশ করলে ইঞ্জিনকে বিকল করে দিতে পারে। বালি’র স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ন বিপর্যস্ত। সারা বালি জুড়ে সরকার তীব্র সতর্কতা(red aleart)জারি করেছে। জনগন-কে বসতি থেকে নিরাপদ স্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে। যেকোনো পরিস্থিতির জন্যই উদ্ধারকারী দল কে তৈরি থাকতে বলা হয়েছে। যোগাযোগ ব্যাবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত। কোনোরূপ বিমান ওঠা-নামা কার্যত অসম্ভব। নগুরা রাই আন্তর্জাতিক বিমানবন্দর’র এর কাজ কার্যত স্তব্ধ। আজ থেকে ৫৪ বছর আগে শেষ বার অগ্নুৎপাতের পর সুপ্তাবস্থায় থাকার পর পুনরায় জেগে উঠে নতুন সমস্যার সৃষ্টি করেছে ‘মাউন্ট আগুং’। ‘প্রশান্ত মহাসাগরীয় অগ্নি বলয়’-এ অবস্থিত অন্যতম একটি আগ্নেয়গিরি হল এই ‘মাউন্ট আগুং’, দর্শনীয় স্থান থেকে যা আজ একটি আতঙ্কের নাম হয়ে উঠেছে।
Be the first to comment