আগামী ১৯ মে রবিবার রাজ্যে সপ্তম দফা অর্থাৎ শেষ দফার নির্বাচন ৷ এদিন ভোটগ্রহণ হবে দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, যাদবপুর, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে ৷
এখনও পর্যন্ত এই লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার হারে শীর্ষে রয়েছে বাংলা। তবে বেশ কিছু কিছু জায়গায় সংঘর্ষের জেরেই শেষ দফায় আরোও শক্ত হতে চলেছে নজরদারি। নির্বাচন কমিশন সূত্রে জানা যায় যে শেষ দফায় আরোও বাড়বে কেন্দ্রীয় বাহিনী। তিনটি লোকসভা কেন্দ্রে বাড়তি নজর থাকবো নির্বাচন কমিশনের।
শেষ দফা ভোটগ্রহণে ৭১০ কোম্পানির থেকেও বাড়তে পারে বাহিনী এমনটাই জানা গেছে ৷ এছাড়াও জানা যায় কলকাতা উত্তরে থাকবে বাড়তি নজরদারি৷ এছাড়াও জানা যায় কলকাতার দুই কেন্দ্রে থাকবে ১৪৬ কোম্পানি বাহিনী। তাছাড়া বেশ কয়েকটি থানায় ৩টি কিউআরটি থাকবে ৷ ডায়মন্ড হারবার, বসিরহাট, ও দমদম কেন্দ্রে বাড়তি নজরদারির নির্দেশ জানিয়েছে নির্বাচন কমিশন।
Be the first to comment