প্রকাশিত হলো হাই মাদ্রাসার ফল; প্রথম মুর্শিদাবাদের সাইনুল, শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

প্রকাশিত হল পশ্চিমবঙ্গ হাই মাধ্যমিক মাদ্রাসা পর্ষদের ফলাফল ৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে হাই মাদ্রাসার ফলাফল ঘোষণা করা হয় ৷ মাদ্রাসার সঙ্গে সঙ্গেই প্রকাশিত হলো আলিম, ফজিল পরীক্ষার ফলাফলও ৷ আগেরবারের তুলনায় এবারে পাশের হার বাড়লো হাই মাদ্রাসায় ৷ পাশের হার বেড়েছে আলিম ও ফাজিল পরীক্ষাতেও ৷ হাই মাদ্রাসায় এবার প্রথম স্থান অধিকার করেছে মুর্শিদাবাদের সাইনুল হক ৷ ৯৬.৩৮‍% নম্বর পেয়েছে সাইনুল ৷

যুগ্মভাবে দ্বিতীয় আবু দাউদ বাখিরা ও মহম্মদ হাসমাত আলি শাহ ৷ দু’জনেই বাঁকুড়ার বাসিন্দা ৷ দুজনের প্রাপ্ত নম্বর ৯৪.৬৩% ৷ তৃতীয় স্থানেও রয়েছেন দু’জন ৷ ৯৪.৫০% নম্বর পেয়ে তৃতীয় তাবাসুম সিদ্দিকি, রৌনক জাহান ৷ তাবাসুম মুর্শিদাবাদের ও রৌনক মালদহের বাসিন্দা ৷ চতুর্থ মুর্শিদাবাদের বাসিন্দা তৌফিক রেজওয়ান ৷ তাঁর প্রাপ্ত নম্বর ৯৪.৩৮% ৷ ৯৪.২৫% পেয়ে যৌথ ভাবে পঞ্চম হয়েছে তিনজন ৷ যৌথ ভাবে পঞ্চম মহম্মদ মেহেদিহাসান সিরাজ, মহম্মদ কাইফ আলি, আলিউল ইসলাম ৷

এদিকে ফল প্রকাশের পরই পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*