খাদিমকর্তা পার্থ রায়বর্মন অপহরণ মামলার রায়

Spread the love

কলকাতা, ৩০ নভেম্বর – খাদিমকর্তা পার্থ রায়বর্মন অপহরণ মামলার আজ রায় ঘোষণার দিন ৷ আলিপুরের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অরুণকিরণ বন্দ্যোপাধ্যায় ওই রায় ঘোষনা করবেন ৷ আলিপুর সেন্ট্রাল জেলের মধ্যেই হবে রায়দান ৷ এই ঘটনাকে কেন্দ্র করে আজ জেল চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়ানো হয়েছে ৷

২৫ জুলাই ২০০১ সালে তিলজলার বাড়ি থেকে বেরিয়ে লেদার কমপ্লেক্সে যাচ্ছিলেন পার্থবাবু। সেই সময় একটি মারুতি ভ্যানে তাকে অপহরণ করে দুষ্কৃতীরা। ২০ কোটি টাকা মুক্তিপন চেয়ে ফোন আসে বর্মণ পরিবারের কাছে। তবে শেষপর্যন্ত ৫ কোটি টাকাতে রফা হয়। তারপরেই ছাড়া হয় পার্থবাবুকে।

প্রথম পর্যায়ের মামলার রায়দান হয়েছিল ২০০৯ সালে। উল্লেখযোগ্য অপরাধীদের মধ্যে ছিল আফতাব আনসারি সহ মোট পাঁচজন। সকলেরই যাবজ্জীবন হয়েছিল। পরবর্তীকালে সিআইডি ভারতের বিভিন্ন রাজ্যে হানা দিয়ে আরও আটজনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে ফের শুরু হয় মামলার বিচারপ্রক্রিয়া। কিন্তু নানা কারণে এই মামলা বিলম্বিত হওয়ায় সুপ্রিম কোর্ট এই মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেয়।

দ্বিতীয় পর্যায়ের এই মামলায় মোট অভিযুক্ত আটজন গ্রেপ্তার হয়। এর মধ্যে আছে তিনজন পাকিস্তানি নাগরিক। এরা হল আরসাদ ওরফে আসলাম, দিলসাদ ওরফে মহম্মদ ঈশা এবং তারিক মেহমুদ ওরফে নইম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*