শেষ দফায় বাংলায়, হেভিওয়েটদের লড়াই; একনজরে

Spread the love

মাসানুর রহমান,

আগামীকাল দেশের লোজসভা নির্বাচনের শেষ অর্থাৎ সপ্তম দফার ভোটগ্রহণ। শেষ দফার লড়াইয়ে আগামীকাল সকলের চোখ বাংলায়। হেভিওয়েটদের লড়াইয়ে কে কোথায়? কার বিরুদ্ধে কে? দেখে নিন রোজদিনে…

আগামীকাল ভোটগ্রহণ হবে কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ, দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, জয়নগর, মথুরাপুর এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র।

দমদম লোকসভাঃ দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়, বিজেপির প্রার্থী শমীক ভট্টাচার্য, সিপিএমের নেপালদেব ভট্টাচার্যের, কংগ্রেসের সৌরভ সাহা।

বারাসাতঃ তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার, ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হরিপদ বামা, বিজেপি প্রার্থী মৃণালকান্তি দেবনাথ ৷

বসিরহাটঃ এই কেন্দ্রে লড়বেন তৃণমূলের তারকাপ্রার্থী নুসরত জাহান, বাম প্রার্থী সিপিআইয়ের পল্লব সেনগুপ্ত, বিজেপি প্রার্থী সায়ন্তন বসু, কংগ্রেসের প্রার্থী কাজি আব্দুর রহিম।

জয়নগরঃ তৃণমূলের প্রার্থী প্রতিমা মণ্ডল, বিজেপির প্রার্থী অশোক কান্ডারী, আরএসপির সুভাষ নস্কর, এই কেন্দ্রে এসইউসিআই প্রার্থী জয়কৃষ্ণ হালদার।

মথুরাপুরঃ এই কেন্দ্রে লড়বেন তৃণমূল প্রার্থী চৌধুরীমোহন জাটুয়া, বিজেপির প্রার্থী শ্যামাপ্রসাদ হালদার, সিপিএমের প্রার্থী শরৎচন্দ্র হালদার।

ডায়মন্ড হারবারঃ এই কেন্দ্রে তৃণমূলে কংগ্রেসের হয়ে লড়ছেন তৃণমূলের ‘সেকেন্ড ইন কমান্ড’ অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়, বিপরীতে সিপিএমের প্রার্থী ফুয়াদ হালিম।

যাদবপুরঃ তৃণমূলের প্রার্থী তালিকার অন‍্যতম তারকাপ্রার্থী যাদবপুরের প্রার্থী মিমি চক্রবর্তী, বামেদের কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য, এছাড়া লড়ছেন বিজেপির অনুপম হাজরা।

কলকাতা দক্ষিণঃ এবার এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী মালা রায়। বিজেপির প্রার্থী নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসু। সিপিআইএম প্রার্থী অধ‍্যাপিকা নন্দিনী মুখোপাধ‍্যায়।

কলকাতা উত্তরঃ কলকাতা উত্তরে এবারেও তৃণমূলের হয়ে লড়ছেন প্রার্থী সুদীপ বন্দ‍্যোপাধ‍্যায়, বিজেপির প্রার্থী রাহুল সিনহা, সিপিআই (এম) প্রার্থী কনীনিকা বোস ও কংগ্রেসের সৈয়দ শাহিদ ইমাম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*