বসিরহাটে জাতীয় সড়ক অবরোধ করলো বিজেপি

Spread the love

ছবি- (এএনআই)

বসিরহাটের মালঞ্চে উত্তেজনা। বিজেপি সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। মালঞ্চের কালীতলার ১৮৯ নং বুথের ঘটনা। খবর পেয়ে এলাকায় যান সায়ন্তন বসু। বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন। ঘটনার জেরে বাসন্তী হাইওয়ে অবরোধ বিজেপির। বিজেপি কর্মীদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

তবে, সায়ন্তন সশরীরে উপস্থিত না থাকলেও বাসন্তী হাইওয়ে অবরোধ শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভ-অবরোধের জেরে কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ থাকে বলেও খবর। পরিস্থিতি স্বাভাবিক করে ফের শুরু হয় ভোটগ্রহণ। সায়ন্তন বসু বলেন, আমি অনেককে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি । এরা বিজেপি কর্মী-সমর্থক কি না আমি জানি না। এরা আদতে সাধারণ মানুষ। প্রত্যেকের ভোটাধিকার আছে কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করার চেষ্টা করছে। গণতন্ত্র লুন্ঠিত হচ্ছে রাজ্যে। আমি কেবল কিছু মানুষকে ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলাম।


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*