ফের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। চিঠিতে বলা হয়েছে, শুক্রবার বিকেলে লোকসভার শেষ দফার প্রচারের সময়সীমা শেষ হয়ে গেলেও গত দুদিন ধরে নরেন্দ্র মোদীর কেদারনাথ যাত্রা সংবাদমাধ্যমে সম্প্রচার করা হয়েছে। যা নির্বাচনী আচরণবিধিকে লঙ্ঘন করেছে।
উল্লেখ্য, শনিবারই কেদারনাথে যান মোদী। সেখানে ধ্যান করেন। জাতীয় ও আঞ্চলিক মিডিয়ায় তাঁর যাত্রা সম্প্রচারিত হয়। জনতার উদ্দেশে হাত নেড়ে “হর হর মহাদেব” স্লোগান দেওয়ার আর্জি জানান। আর তারপরই মোদীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে সরব হয় বিরোধীরা। আজ মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরাকে চিঠি লেখে তৃণমূল কংগ্রেস। তাতে কমিশনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়।
Be the first to comment