ভোট শেষ হতেই ইভিএমে কারচুপি নিয়ে যে অভিযোগ উঠতে শুরু করেছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিনি জানান, ইভিএমের নিরাপত্তার দায়িত্ব কমিশনের। মাত্র চব্বিশ ঘন্টা আগেই নয়াদিল্লিতে এক বই প্রকাশ অনুষ্ঠানে নির্বাচন কমিশনের প্রশংসা করেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়-রাহুল গান্ধীরা যখন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করছেন, তখন প্রণববাবু বলেছিলেন কমিশন ভাল কাজ করছে। বিরোধীরা যখন ঐক্যবদ্ধ হয়ে ইভিএম কারচুপির অভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থ হওয়ার কৌশল নিয়েছেন, তখন প্রাক্তন রাষ্ট্রপতির এহেন মন্তব্য তাঁদের উদ্যোগে জল ঢেলে দিয়েছে বলেও অনেকের মত।
রাজনৈতিক সূত্রে খবর, এর পরেই বিরোধী শিবিরের নেতারা কথা বলেন প্রণববাবুর সঙ্গে। তাঁর প্রাক্তন রাষ্ট্রপতিকে বলেন, তাঁর গতকালের মন্তব্য সুবিধা করে দিচ্ছে বিজেপিকে। কমিশন অনিয়ম করেও পার পেয়ে যাচ্ছে। এর পরই মঙ্গলবার দুপুরে একটি বিবৃতি প্রকাশ করে তাঁর অবস্থান জানান প্রণববাবু।
Be the first to comment