নির্বাচনী ফল প্রকাশের প্রাক্কালে ভয়াবহ জঙ্গি হামলা অরুণাচলপ্রদেশে ৷ অরুণাচলের তিরাপ জেলায় নাগা জঙ্গিদের হামলায় মৃত্যু হল ১১ জনের ৷ মৃতদের মধ্যে রয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির বিধায়ক তিরোং আবো ও তাঁর ছেলে ৷ বিজেপি-র নেতৃত্বে উত্তর-পূর্ব ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের শরিক ন্যাশনাল পিপলস পার্টি ৷
জানা গিয়েছে, তিনটি গাড়ির একটি কনভয়ে অসম থেকে ফিরছিলেন তিরোং আবো ৷ ওই কনভয়ের একটি গাড়ি চালাচ্ছিলেন তিরোংয়ের ছেলে ৷ তিরাপের বোগাপানি এলাকায় একটি নির্জন জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে ছুটছিল কনভয় ৷ অতর্কিতে হামলা চালায় নাগা জঙ্গিরা ৷ গাড়িগুলি লক্ষ করে এলোপাথাড়ি গুলি চালায় তারা ৷ ঘটনার পরই এলাকায় নাগা জঙ্গি দমন অপারেশন শুরু করে অসম রাইফেলস ৷
এদিনের হামলায় মৃত্যু হয়েছে তিরোং আবো সহ ১১ জনের। জানা গিয়েছে, তিরোং আবোহ ও তাঁর পরিবারের ওপর এই হামলা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা অরুণাচল প্রদেশে। হামলায় তিরোং এর নিরাপত্তারক্ষীদেরও মৃত্যু হয়েছে বলে খবর।
Be the first to comment