“গুপ্তচর” স্যাটেলাইট উৎক্ষেপণ করলো ISRO

Spread the love

মহাকাশ থেকে নজরদারি চালানোর উদ্দেশ্যে বুধবার ভোরে সফলভাবে RISAT-2B স্যাটেলাইট উৎক্ষেপণ করল ISRO । শেষ খবর পাওয়া পর্যন্ত, নির্দিষ্ট কক্ষপথে স্যাটেলাইটি সফলভাবে প্রতিস্থাপিত হয়েছে । আজ ভোর সাড়ে ৫টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে PSLV-C46 মহাকাশযানে করে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয় । দিন, রাত ও প্রতিকূল আবহাওয়াতে পরিষ্কারভাবে নজরদারি চালাতে সক্ষম 615 কিলোগ্রাম ওজনের এই “গুপ্তচর” স্যাটেলাইট। বিশেষ-র‍্যাডার সম্পন্ন এই স্যাটেলাইট লো-আর্থ অরবিটের 557 কিলোমিটারে কাজ করবে । এই প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট পাঠানো হল মহাকাশে ।

ঠিক কী কাজ করবে এই স্যাটেলাইট ? শত্রুপক্ষের যে কোনও কার্যকলাপের উপর নজরদারি চালাতে RISAT-2B অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । বিশেষ X-band র‍্যাডারের কারণে ছবির গুণমান ভালো হবে । পাশাপাশি কৃষিকাজ, সম্ভাব্য বিপর্যয়ের জায়গা চিহ্নিত করে দুর্যোগ মোকাবিলা ও বন-উদ্যান পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*