দক্ষিণ ২৪ পরগণার গোসাবায় একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বেশ কিছু জন-পরিষেবা প্রদানও করেন তিনি। কন্যাশ্রী থেকে শুরু করে গতিধারা সকল ধরণের প্রকল্প গোসাবা বাসিন্দাদের হাতে তিনি প্রদান করেন। এদিন মুখ্যমন্ত্রী গোসাবায় বলেনঃ
১. আমরা সুন্দরবনকে আলাদা জেলা করার পরিকল্পনা করেছি, কয়েকমাসের মধ্যেই তা রূপায়ন হবে।
২. যোগাযোগ ব্যবস্থার জন্য একাধিক রাস্তা ব্রিজ তৈরী করা হবে। বকখালি-গোসাবা ব্রিজ হবে।আরো একটা ব্রিজ তৈরী হবে।
৩. পর্যটনকে আমরা আরো উন্নত করতে চাইছি। মৎসজীবিদের দিকটা আমরা আরো বেশি বিবেচনা করছি। তাদের জন্য আমরা ভাবছি। ওদের একটা সমস্যা আছে তা সমাধান করতে হবে।
৪. মানুষ আঘাত পাবে এমন কোনো কাজ আমরা করিনি। আগে তো বাম সরকার ছিলো, বিজেপি সরকার গরিবদের জন্য কিছু করে না শুধু ভাষন দেয়।
৫. বিজেপির নেতারা কাজ করেনা বেশি ভাষন দেয়। আমাদের সরকারের টাকায় আমি সাইকেল দিই। কারোর টাকাতে দিই না। সমালোচনায় আমরা এই সব দেওয়া বন্ধ করবো না। আমরা আরো দেবো।
৬. বিজেপির কাজ দাঙ্গা লাগানো, ওদের কথায় কান দেবেন না। কেউ দাঙ্গা লাগাবেন না। দাঙ্গা আমাদের রাজ্যের, দেশের, বাংলার শত্রু।
৭. কেউ কেউ টাকা নিয়ে বসে আছে। অচেনা অজানা মানুষকে এলাকায় আসতে দেবেন না। কেউ যেনো বন্ধু সেজে এসে আপনার ক্ষতি না করতে পারে।
৮. নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। কারো সঙ্গে কোনো বিবাদ আমি দেখতে চাই না। ভালো করে কাজ করবেন আপনারা।
৯. আমাদের সরকার সব সময়ই মানুষের সঙ্গে আছে। আমরা পেনশন দেবো। নিজেদের টাকা থেকে সবাই পেনশন পাবে। ২৬৮ কোটি টাকা আমরা এর জন্য খরচ করছি।
১০. আমরা কেন্দ্রের মত রোজ ফিক্সড ডিপোজিটের টাকা কেটে নিই না। আমরা মানুষের পাশে দাঁড়াই। আমি থাকতে কাউকে কিছু সমস্যায় পরতে দেবো বা, মানুষ বিরোধী কোনো কাজ আমরা করবো না।
রিপোর্টার-রফিক জমাদার
Be the first to comment