টানা ৩ দিন বন্ধ থাকার পর আবারও চালু হল বালি বিমানবন্দর। মাউন্ট আগুংগ থেকে অগ্ন্যুৎপাতের জেরে টানা ৩ দিন পুরোপুরি ভাবে বন্ধ করে দেওয়া হয় বালির আন্তর্জাতিক বিমানবন্দর। বাতিল করা হয় বহু উড়ানও। মাউন্ট আগুংগ একটু শান্ত হওয়ার পর বুধবার ইন্দোনেশিয়া সরকার আবারও বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেয়। তবে পরিস্থিতি খারাপ হলে ফের উড়ান পরিষেবা বন্ধ করে দেওয়া হতে পারে বলে খবর। বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানায়, মাউন্ট আগুংগ যে কোনও মুহূর্তে বড় আকার ধারণ করতে পারে। দীর্ঘ ৪৫ বছর পর জেগে উঠেছে বালি দ্বীপের মাউন্ট আগুংগ আগ্নেয়গিরি। পরিস্থিতির উপর সবসময় কড়া নজর রাখা হচ্ছে।
Be the first to comment