বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ১০৪ রানে সাউথ আফ্রিকাকে হারিয়ে দিল ইংল্যান্ড। এদিন ৩১২ রান তাড়া করতে নেমে ২০৭ রানেই রানে অল আউট হয়ে গেলো দক্ষিন আফ্রিকা। ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত পারফর্মেন্স জোফ্রা আর্চারের । এদিন সাত ওভারে মাত্র ২৭ রান দিয়ে ৩টি মূল্যবান উইকেট তুলে নেন তিনি। ২টি করে উইকেট নেন লিয়াম প্লানকেট ও বেন স্টোকস। সাউথ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন, কুইন্টন ডি’কক।
এদিন প্রথমেই হাসিম আমলা রিটায়ার্ড হার্ট হওয়াতে বড় ধাক্কা খায় প্রোটিয়ারা। তারপরই আউট হয়ে যান মার্করাম ও ডুপ্লেসি। তারপর ধীরেধীরে দলের হাল ধরেন ওপেনার ডি’কক ও ব়্যাসি ভ্যান ডার ডাসেন। ব্যক্তিগত ৬৮ রানে আউট হয়ে যান ডি’কক। তারপর ব্যাট হাতে ব্যর্থ হন ডুমিনি ও প্রেটোরিয়াসও। তবে এদিন একদিকে ব়্যাসি ভ্যান ডার ডাসেন টিকে থাকলেও অন্যদিকে কেউ যোগ্য সঙ্গত দিতে পারেন নি। শেষদিকে চোট নিয়ে আবার ব্যাট করতে নেমেও শেষ রক্ষা করতে পারেননি হাসিম আমলা।
এদিন টসে হেরে ব্যাট করতে নেমে ৩১১ রান তোলে ইংল্যান্ড। বিশ্বকাপে প্রথবার কোনও ম্যাচে ইংল্যান্ডের হয়ে চারজন ৫০-এর বেশি রান করলেন। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেন বেন স্টোকস। হাফ সেঞ্চুরি করেছিলেন জেসন রয়, জো রুট ও অধিনায়ক ইওন মর্গ্যান।
Be the first to comment