আরএসএসকে রুখতে “বঙ্গজননী” কমিটি ও “জয়হিন্দ বাহিনী” গড়ার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

পিয়ালি আচার্য,

ছবি- শুভেন্দু দাস

লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরোনোর দিন থেকেই উত্তপ্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গা। ওই কেন্দ্রের প্রায় প্রতিটি বিধানসভাতেই ঘরছাড়া অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক। জানা যায় কেবলমাত্র ভাটপাড়া বিধানসভা কেন্দ্রেই ৫০০ পরিবার ঘরছাড়া। এদিন তারই জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নৈহাটিতে ধর্নায় বসেছিলেন ঘরছাড়া পরিবারগুলি। আর সেখানেই যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অসংখ্য কর্মীদের মাঝে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী বলেন, রাজ্যে কাউকে গোলমাল করতে দেবো না। বরং রাজ্যের মানুষকে একসঙ্গে নিয়ে লড়াই করব, কিন্তু সাধারণ মানুষের উপর এই অত্যাচার সহ্য করব না। একসময় বক্তব্য রাখতে রাখতে প্রায় চোখের জল মুছলেন নৈহাটি বিধানসভার বিধায়ক পার্থ ভৌমিক।

আজকের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ছাত্রযুবদের নিয়ে ব্লক স্তরে এক একটি দল তৈরি করতে। জয় হিন্দ বাহিনী নামে সেই বাহিনী তৈরি করবেন ছাত্র যুবরা। আর মেয়েদেরও লড়াই করার কথা বলেছেন তিনি। মেয়েদের নিয়ে তৈরী হবে বঙ্গজননী গ্রুপ। সেখানে মেয়েদের সংগঠিত করে বিজেপিকে প্রতিরোধ করার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, আমি সকল মহিলাদের আহ্বান জানাই ব্লকে ব্লকে বঙ্গ জননী বাহিনী গঠন করতে। যুবরা সারা রাজ্যে আরও জয় হিন্দ বাহিনী গঠন করুন। এই বাহিনীর সদস্যদের ইউনিফর্ম ও আইডেন্টিটি কার্ড দেওয়া হবে। তারা বাংলার সংস্কৃতির বিষয় সকলকে উদ্বুদ্ধ করবে। নেতাজীর আদর্শ অনুসরণ করে চলবে এই বাহিনী। মহিলাদের পোশাক হবে সাদা শাড়িতে লাল সবুজ পাড়, আর পুরুষদের হবে হলুদ পাঞ্জাবি আর সাদা পাজামা। তিনি আরোও বলেন, এই কমিটিগুলি একে ওপরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে। তারা আরএসএস কর্মীদের যথাযথ উত্তর দেবে। আমি কখনও বাঙালী অবাঙালী করি না। আমি হিন্দু মুসলমান করি না। আমি সকলের জন্য কাজ করি।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, সব হিন্দিভাষী খারাপ আমি মনে করি না। বিজেপির কাছে টাকা নিয়ে, ফেট্টি বেঁধে কয়েকটা দাগী অপরাধী যারা বাংলার বাসিন্দাই নয়, তারা নির্বাচনের সুযোগ নিয়ে (যখন আইন শৃঙ্খলা আমাদের হাতেই ছিল না, নির্বাচন কমিশনের হাতে ছিল) দুটো গদ্দারের নেতৃত্বে এখানে অনেক অত্যাচার করেছে। আমি বিজেপির মত দলকে ঘৃণা করি। আমি “সারে যাঁহা সে আচ্ছা” তে বিশ্বাস করি। যেসকল বাড়ি, গাড়ি জ্বালানো হয়েছে অবিলম্বে তার রিপোর্ট চাই। আমাদের সরকার যথাযথ ব্যবস্থা নেবে।

দেখুন ছবি-

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*