‘জয় শ্রী রাম’ কাণ্ডে গ্রেফতারি নিয়ে ধোঁয়াশা, থানা ঘেরাওয়ের ডাক দিলেন অর্জুন

Spread the love

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে ‘জয় শ্রী রাম’ ধ্বনি তুলে হামলা কাণ্ডে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলে দাবি করলো পুলিশ। তবে পুলিশের তরফে জানানো হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৬ ও ৩৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে, এই ঘটনায় ভাটপাড়া থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করলেন ব্যারাকপুর থেকে সদ্য জয়ী সাংসদ তথা ভাটপাড়ার প্রাক্তন বিধায়ক অর্জুন সিং। গ্রেফতারির প্রতিবাদে শনিবার জগদ্দল থানা ঘেরাওয়ের ডাক দিলেন অর্জুন।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভাটপাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ‘জয় শ্রী রাম’ ধ্বনি দেন কয়েকজন। ঘটনায় মেজাজ হারিয়ে কড়া হুমকি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই ঘটনাস্থলে দাঁড়িয়ে মমতা বলেছিলেন, নাম নিয়ে নাও তো, নাকা চেকিং হবে বাড়ি বাড়ি। গাড়িতে উঠতে উঠতে মমতা এও বলেছিলেন, আমরা কড়া পদক্ষেপ গ্রহণ করবো।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ১০ জনকে গ্রেফতার করা হলেও পরে পুলিশ ২ জনকে ব্যক্তিগত বন্ডে ছেড়ে দেয়। পাশাপাশি, পুরো বিষয়টি নিয়ে রিপোর্ট তলব করেছে নবান্ন। জানা গিয়েছে, 8 জনকে গ্রেপ্তার করে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। একই সঙ্গে পুলিশ সূত্রে খবর, আরও কয়েকজন পলাতক। তাদের বিরুদ্ধে শুরু হয়েছে তল্লাশি অভিযান। দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।

তবে জয়শ্রীরাম বলার জন্য নয়, মুখ্যমন্ত্রীকে গালিগালাজ,অপমান ও হুমকি দেওয়ার জন্যই এই পদক্ষেপ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*