প্রথম দফার পর এবার দ্বিতীয় দফাতেও চমক দিতে চলেছে মোদী সরকার ৷ সপ্তদশ লোকসভার প্রথম বাজেট ৫ জুলাই ৷ ওইদিনই পেশ হবে পূর্ণাঙ্গ বাজেট ৷ লোকসভার অধিবেশন শুরু হবে ১৭ জুন ৷ সংসদের অধিবেশন চলবে ২৬ জুলাই পর্যন্ত ৷ লোকসভার অধ্যক্ষ নির্বাচন হবে ১৯ জুন ৷
উল্লেখ্য, দ্বিতীয় সংস্করণে আরও বড়সড় সংস্কারমূলক সিদ্ধান্ত নিতে চলেছে বিজেপি সরকার এমনই সূত্রের খবর ৷ কেন্দ্রীয় মন্ত্রীসভার প্রথম বৈঠকেই নজরে গ্রামীণ ভারত। প্রতি কৃষককে বছরে ছ’হাজার টাকা করে সাহয্য। গৃহপালিত গরু, মহিষ, ছাগলের জন্য বিনা পয়সায় টিকা। সেনা স্বার্থেও উল্লেখযোগ্য পদক্ষেপ এবং সব নিরাপত্তাবাহিনীর পরিবারের জন্য বাড়লো স্কলারশিপের হার।
Be the first to comment