আমেরিকার ভার্জিনিয়া বিচে একটি সরকারি ভবনে বন্দুকবাজের গুলিতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৬ জন। জানা গিযেছে, পুলিশের গুলিতে আততায়ীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকেল চারটা নাগাদ এই ঘটনা ঘটে।হামলাকারী এক জন সরকারি কর্মী বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলাকারী ওই এলাকায় ঢুকে নির্বিচারে গুলি চালায়। ঘটনাস্থলেই নিহত হন ১২ জন। জখমদের মধ্যে এক জন পুলিশ অফিসার। তাঁর গায়ে বুলেট লেগেছে ৷ তিনিও নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি ভবনের একাধিক তলে গিয়ে নির্বিচারে গুলি চালায় আততায়ী। হামলার পরে চারিদিকে ছড়িয়ে ছিল রক্তাক্ত মৃতদেহ। মৃত ব্যক্তিরা সকলেই স্থানীয় বাসিন্দা। ওই অফিসে তাঁরা কাজ করতেন। তবে তাঁদের পরিচয় এখনও জানা যায়নি।
উল্লেখ্য, যে অফিসটিতে ঘটনাটি ঘটেছে, সেটি ভার্জিনিয়া সিটির মিউনিসিপ্যাল অফিস। এদিন এয়ার অ্যাম্বুল্যান্সে করে আহতদের উড়িয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ভার্জিনিয়ার পুলিশ চিফ আততায়ীর পরিচয় এখনও প্রকাশ করেননি। তবে সে যে পুলিশের পাল্টা আক্রমণে মারা গিয়েছে সে কথা জানানো হয়েছে । আততায়ীর সম্পর্কে জানা গিয়েছে যে, সে ওই অফিসেরই দীর্ঘদিনের কর্মী। কোনও বিষয় নিয়ে সে অসন্তুষ্ট ছিল বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তবে বন্দুকবাজ একাই ছিল, তার সঙ্গে আর কেউ ছিল না বলে জানা গিয়েছে।
ঘটনার পর গোটা এলাকা লক ডাউন করে ঘিরে রেখেছে পুলিশ। সমস্ত ভার্জিনিয়া শহর এখন থমথমে। ভার্জিনিয়ার মেয়র ববি ডায়ার বলেন, আগে কখনও এমন ঘটনা এই শহরে ঘটেনি। তাঁরা বাকরুদ্ধ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। গোটা এলাকায় তদন্তে নেমেছে এফবিআই।
Be the first to comment