চিটফাণ্ড কাণ্ডে এবার সিবিআই-এর পাশাপাশি তলব করতে শুরু করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় এবং রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডেকে নোটিস পাটিয়েছে ইডি। অন্যদিকে হাইকোর্টের নির্দেশ মতো সিবিআই-এর হেফাজতে নিজের পাসপোর্ট জমা দিলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার।
এর আগেও রত্না এবং শ্রেয়াকে তলব করেছিল ইডি। প্রসঙ্গত শোভন চট্টোপাধ্যায়কে জেরা করার পরই রত্নাকে তলব করে ইডি। এদিকে সুপ্রিম কোর্ট এবং বারাসত আদালতে ধাক্কা খাওয়ার পর শর্ত সাপেক্ষে পুলিশকর্তা রাজীব কুমারকে সাময়িক রক্ষাকবচ দিয়েছে হাইকোর্ট। সেই শর্তে বলা হয়েছিল রাজীব কুমারের পাসপোর্ট জমা রাখতে হবে সিবিআইয়ের কাছে। সেই মতো শুক্রবার সন্ধে বেলা রাজীব কুমারের প্রতিনিধি গিয়ে সিবিআই কর্তাদের হাতে পাসপোর্ট জমা দিয়েছেন বলে জানা গিয়েছে।
Be the first to comment