ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের ইফতার পার্টিতে ফের হয়রানির শিকার হলেন ভারতীয় কূটনীতিকরা। নিরাপত্তারক্ষীদের কড়াকড়ির কারনে আমন্ত্রিতদের কয়েকজন পার্টিতে অংশ নিতে পারেননি বলে অভিযোগ করেছেন পাকিস্তানের ভারতীয় হাই কমিশনার অজয় বিসারিয়ার। শনিবার সোশাল মিডিয়ায় অজয় বিসারিয়ার একটি ভিডিয়ো ভাইরাল হয়। সেই ভিডিয়োতেই এই হয়রানির অভিযোগ করতে শোনা যায় তাঁকে।
উল্লেখ্য, শনিবার ইসলামাবাদের সেরেনা হোটেলে ভারতীয় হাই কমিশন ইফতার পার্টির আয়োজন করে। সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল পাকিস্তান। অভিযোগ, পাকিস্তানের নিরাপত্তারক্ষীরা সেখানে আমন্ত্রিতদের সঙ্গে দুর্ব্যবহার করে। শুধু তাই নয়, প্রবেশ করতে দেওয়া হয়নি অনেক আমন্ত্রিতদের। নিরাপত্তারক্ষীদের নানা অপ্রিয় প্রশ্নের মুখে পড়তে হয় অতিথিদের। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে অজয় বিসারিয়া বলেন, অনেক আমন্ত্রিত বন্ধু অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার জন্য হেনস্থার শিকার হয়েছেন। অনেক আমন্ত্রিত বন্ধু প্রবেশ করতে পারেনি। আমি সেই সকল বন্ধুদের কাছে ক্ষমাপ্রার্থী।
তবে এই ঘটনা প্রথম নয়। এর আগেও ইসলামাবাদে ভারতীয় কূটনীতিকরা হয়রানির শিকার হয়েছিল। গত বছর ডিসেম্বরে পাকিস্তান কর্তৃপক্ষ সেদেশে ভারতীয় হাই কমিশনের একাধিক আধিকারিকের গ্যাস ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। অজয় বিসারিয়া বলেন, ঘটনাটি অনভিপ্রেত। কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। এই ধরনের ঘটনা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
Be the first to comment