মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত ও সদ্য নির্বাচিত ভোপালের সাংসদকে নয়া নির্দেশ দিলো জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) আদালত। সংসদীয় কাজকর্মের জন্য ৩-৭ জুন মালেগাঁও মামলায় হাজিরা থেকে অব্যাহতির আর্জি জানিয়েছিলেন প্রজ্ঞা, কিন্তু তাঁর সেই আর্জি খারিজ করে দিয়েছে আদালত।
প্রসঙ্গত, ২০০৮ সালে মালেগাঁও বিস্ফোরণে মূল অভিযুক্ত লোকসভা নির্বাচনে কংগ্রেসের দিগ্বীজয় সিংকে হারিয়ে ভোপালের সাংসদ নির্বাচিত হয়েছেন। এই সপ্তাহেই তাঁকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞা ছাড়াও বাকি অভিযুক্তদেরও আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে NIA আদালত।
Be the first to comment