পাখির চোখ ২১জুলাই। শহিদ দিবসকে কেন্দ্র করেই ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করতে চাইছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মন্ত্রী-বিধায়কদের সঙ্গে বৈঠকে এমনই সিদ্ধান্ত গৃহীত হল।
এদিনের বৈঠক শেষে নবান্নে দাঁড়িয়েই তৃণমূল সুপ্রিমো বলেন, ভোটে জিততে সব সাংবিধানিক সংস্থাগুলোকে ব্যবহার করেছে বিজেপি। ইভিএমে কারচুপি করে এই জয়। আমরা ইভিএমে ভোট চাই না, চাই ব্যালটে ভোট হোক। বাংলা থেকে শুরু হবে আন্দোলন। এই দাবিতে জনসংযোগ যাত্রা করবে তৃণমূল কংগ্রেস। নেতৃত্বে থাকবেন বিধায়করা। সব জেলা সভাপতির সঙ্গে কথা বলে ঠিক করা হবে রুট। একুশে জুলাইয়ের আগে শেষ করা হবে কর্মসূচি।
অন্যদিকে, কাঁকিনাড়ায় একটি বিশ্ব বাংলার লোগোর গায়ে লেখা হয়েছে ‘রাম।’ সেই ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে কাঁকিনাড়ার একটি হনুমান মন্দিরের ভিতরে ওই বিশ্ব বাংলা লোগোটি রয়েছে। যাতে রাম লিখে দেওয়া হয়েছে। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে প্রশ্ন করা হলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, যারা এই কাজ করছে তারা রাজনীতির বাইরের লোক। তিনি বলেন, বিশ্ব বাংলা রাজ্য সরকারের একটি লোগো। সেটি এইভাবে বিকৃত করার জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পাশাপাশি এই প্রসঙ্গে তারকেশ্বরে বিজেপির বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলেছেন মমতা। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, তারকেশ্বরের নাইটা মালপাহাড়পুরে বিজেপির বিজয় মিছিলে যোগ দেওয়া লোকেরা সরকারি ভবনের জাতীয় পতাকা নামিয়ে বিজেপির দলীয় পতাকা তুলে দেয়।
Be the first to comment