নওদায় তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামীকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। জানা গিয়েছে, আক্রান্তের নাম সঞ্জিত রায়। তিনি আমতলার বাসিন্দা। তাঁর স্ত্রী ৫ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান। সোমবার দুপুর দুটো নাগাদ ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
উল্লেখ্য, আক্রান্তের স্ত্রী রিঙ্কু রায় নওদা ৫ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। আর সঞ্জিত রায় পেশায় ঠিকাদার হলেও এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতা হিসাবেই পরিচিত। এদিন দুপুরে মোটর বাইকে চেপে পঞ্চায়েত অফিস থেকে বাড়ি ফিরছিলেন তিনি। ১৫ মাইল এলাকায় পৌঁছাতেই দু’পাশে দুটি মোটর বাইক তাঁকে অনুসরণ করে। এরপরই চলন্ত বাইক থেকে দুষ্কৃতীরা গুলি চালায়। মোট তিনটি গুলি তাঁর শরীরে লাগে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর মোটর বাইকে চম্পট দেয় দুষ্কৃতীরা। দুটি মোটর বাইকে ৫ জন দুষ্কৃতী ছিল বলে জানা গেছে । তবে তাদের সকলের মুখ ঢাকা ছিল। স্থানীয় বাসিন্দারা সঞ্জিত রায়কে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
তবে ঘটনার সঙ্গে কারা যুক্ত তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Be the first to comment