পিয়ালি আচার্য,
লোকসভা নির্বাচনের সময় ১৪ই মে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে তাঁর প্রতি চরম অবমাননা করে বিজেপি। বাংলার জননেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অগ্নিশর্মা হয়ে এর তীব্র প্রতিবাদ করেন। ছুটে যান বিদ্যাসাগর কলেজে। তখনই তিনি কথা দেন যে এই মূর্তি পুনরায় তিনি বানিয়ে দেবেন সেই মোতাবেক আগামী ১১ই জুন বিদ্যাসাগর কলেজের সামনে বিদ্যাসাগরের মূর্তি বসানো হবে। তবে আকারে তা ছোট হলেও এরপর ব্রোঞ্জের বড়ো বিদ্যাসাগরের মূর্তি বসানো হবে বলে জানান তিনি ৷ শুধু বিদ্যাসাগর নয় আশুতোষ মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর মূর্তি কলকাতা বিশ্ববিদ্যালয় ও বিদ্যাসাগর কলেজের সামনে বসানো হবে৷ এ বছর বিদ্যাসাগরের জন্মের দ্বিশত বছর পালিত হচ্ছে এই উপলক্ষে রাজ্য সরকার ও তৃণমূল দল বিশেষভাবে তা উৎযাপনের বন্দোবস্ত করেছে। এছাড়াও বিদ্যাসাগরের জন্মস্থান ঘাটালের বীরসিংহ ও বিদ্যাসাগর কলেজকেও নতুনভাবে সাজিয়ে দেবেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
Be the first to comment