কেরালায় ২৩ বছরের এক যুবকের রক্ত পরীক্ষায় নিপা ভাইরাসের সন্ধান মিললো। কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা মঙ্গলবার জানিয়েছেন, যুবকটি এরনাকুলামের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, ওই যুবক সহ মোট দু’জনের মধ্যে নিপা ভাইরাসের আক্রান্ত হওয়ার উপসর্গ লক্ষ্য করা গেছে। তাদের মধ্যে একজনকে আলাদা ওয়ার্ডে রেখে চিকিৎসা করা হচ্ছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পরিস্থিতি এখনও অতটা জটিল নয়।
ওই যুবককে সম্পূর্ণ আলাদা একটি কক্ষে রাখা সত্ত্বেও আরও চার জন নতুন করে এই জ্বরে আক্রান্ত হয়েছেন ৷ এর মধ্যে ২ জন নার্স ৷ নিপা আক্রান্ত ওই ছাত্রের সংস্পর্শে আসা আরও ৮০ জন পড়ুয়াকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ আক্রান্ত যুবক ইদুক্কির তদুপুঝার কলেজের ছাত্র।
জানা গেছে, ওই যুবকের সংস্পর্শে আসা ৮৬ জনকে নজরে রাখা হয়েছে। মন্ত্রী জানান, স্বাস্থ্য দপ্তর সব রকমের পরিস্থিতির মোকাবিলার জন্য তৈরি।
Be the first to comment