ফের এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনা ৷ অস্ট্রেলিয়ার উত্তর এলাকা ডারউইনে এই হামলার ঘটনায় অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে কী কারণে এই হামলা তা এখনও জানা যায় নি ৷ তবে ব্রিটেনে সফরকারী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন একে জঙ্গি হামলা বলে মানতে চাননি ৷ তিনি জানিয়েছেন, কেউ উন্মত্ত হয়েই এই হিংসাত্মক ঘটনা ঘটিয়েছে ৷
সম্প্রতি শ্রীলঙ্কা ও তার আগে নিউজিল্যান্ডে ভয়াবহ জঙ্গি হামলার পরে বিভিন্ন দেশে জারি করা হয় সতর্কতা ৷ পরিস্থিতি বুঝে অস্ট্রেলিয়া সরকারও সতর্কতা নিয়েছে ৷ কিন্তু তারই মাঝে আগ্নেয়াস্ত্র নিয়ে একটি রেস্তোরাঁয় ঢুকে গুলি চালিয়ে কয়েকজনকে খুন করার ঘটনায় সরকারের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করলো ৷ অস্ট্রেলিয়ায় এর আগেও জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, হামলাকারী ব্যক্তিকে আটক করা হয়েছে ৷ ওই ব্যক্তি স্থানীয় পামস মোটেল ও তার কাছাকাছি স্থানে গিয়ে এক ডজনেরও বেশি রাউন্ড গুলি ছোড়ে বলে জানা গিয়েছে ৷ গত বছরের মে মাসের পর এটাকে অস্ট্রেলিয়ার সবচেয়ে প্রাণঘাতী বন্দুক হামলা বলে আখ্যায়িত করা হয়েছে। তখন একটি আত্মঘাতী হামলায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার একটি পরিবারের সাত সদস্য নিহত হয়েছেন।
Be the first to comment