সবচেয়ে ব্যয়বহুল ২০১৯-এর লোকসভা নির্বাচন

Spread the love

নির্বাচনের ইতিহাসে সপ্তদশ লোকসভা নির্বাচনকে সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন বলে জানালো সেন্টার ফর মিডিয়া স্টাডিজ (CMS)। তাদের গবেষণায় জানা যায়, ২০১৯-এর এই লোকসভা নির্বাচনে মোট ব্যয়ের পরিমাণ প্রায় ৫৫-৬৬ হাজার কোটি টাকা।

CMS-র রিপোর্ট অনুযায়ী, প্রতিটি লোকসভা কেন্দ্র পিছু প্রায় ১০০ কোটি টাকা এবং কার্যকরীভাবে প্রতি ভোট পিছু ৭০০ টাকা ব্যয় করা হয়েছে। বিজেপি মোট পরিমাণের ৪৫ শতাংশ ব্যয় করেছে। ১৯৯৮ সালে বিজেপি মোট ব্যয়ের মাত্র ২০ শতাংশ ব্যয় করেছিল। অন্যদিকে, ২০০৯ সালে কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন মোট ব্যয়ের ৪০ শতাংশ ব্যয় করেছিলো। তাদের এবারে ব্যয় ১৫-২০ শতাংশ। ১৯৯৮ সালে খরচ হয়েছিল ৯ হাজার কোটি টাকা। আর এবার খরচ প্রায় ৫৫ হাজার কোটি টাকা। ছ’টি লোকসভা নির্বাচনে খরচ প্রায় ছ’গুণেরও বেশি বেড়েছে বলে জানানো হয়েছে এই রিপোর্টে ।

১৯৯৯ সালে নির্বাচনে মোট ব্যয় হয়েছিল ১০ হাজার কোটি টাকা। ২০০৪ সালে ১৪ হাজার কোটি টাকা, ২০০৯ সালে ২০ হাজার কোটি টাকা। ২০১৪ সালে বিজেপি জেতে। তখন ব্যয় হয়েছিল ৩০ হাজার কোটি টাকা যা এবছরের ব্যয়ের অর্ধেকেরও কম।

১১ মার্চ নির্বাচনের দিন ঘোষণার পর রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রচার বাবদ এই খরচ করেছে বলে জানিয়েছে CMS। তার আগে ব্যয় করা টাকা এই রিপোর্টে যোগ করা হয়নি। যা যোগ করলে ব্যয়ের পরিমাণ আরও বাড়ত বলেই মনে করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*