খুশির ঈদে খুশি বিতরণ করলেন সীমান্ত পারের জওয়ানরা ৷ পাকিস্তান ও বাংলাদেশের জওয়ানদের হাতে ভারতের পক্ষ থেকে তুলে দেওয়া হয় মিষ্টি ৷ বিএসএফের পক্ষ থেকে এই মিষ্টি বিতরণ করা হয় ৷ বুধবার সকালে সেই সম্প্রীতির ছবিই ধরা পড়ল বিভিন্ন সংবাদ মাধ্যমে ৷ বুধবার আটারি ওয়াগাহ বর্ডারে পাকিস্তানি রেঞ্জার্সদের হাতে মিষ্টি তুলে দেন বিএসএফ জওয়ানরা ৷ ঈদের সকালে একে অপরকে শুভেচ্ছা জানান তাঁরা ৷ গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষ পালন করছে খুশির ঈদ। খুশির ঈদের রেশ আছড়ে পড়েছে সীমান্তেও ৷ জওয়ানরাও সেই আনন্দে সামিল ৷
ভারত পাকিস্তান সীমান্ত ছাড়াও, খুশির ঈদ পালন করতে দেখা গেল ভারত বাংলাদেশ সীমান্তের জওয়ানদের ৷ সেখানেও বিজিবির জওয়ানদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন বিএসএফ জওয়ানরা ৷
ঈদের দিন ভোরে মুসলমানরা প্রার্থনা করেন। সাধারণত, ঈদের নামাজের পরে মুসলমানরা সমবেতভাবে একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের সম্ভাষণ বিনিময় করে থাকে। ঈদের বিশেষ শুভেচ্ছা হিসেবে বলা হয়, “ঈদ মুবারাক”।
উল্লেখ্য, গত এক মাস ধরে চলছিল রমজান। রোজ রাখছিলেন মুসলিমরা। সঙ্গে চলছিল প্রার্থনা। এ বছর গত ৭ মে থেকে রমজান মাস শুরু হয়েছিল। ৪ জুন সেটা শেষ হল। ইতিমধ্যেই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Be the first to comment