তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র সন্দেশখালি। দুই পক্ষের সংঘর্ষে ভালোরকমের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। ইতিমধ্যে এই ঘটনায় বিজেপির পক্ষ জানানো হয় তাঁদের তিন কর্মী মৃত্যু হয়েছে এবং চারজন এখনও নিখোঁজ। এবং তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় এখনও পর্যন্ত তাঁদের দলের ১জন কর্মীর মৃত্যু হয়েছে। তবে আহত বেশ কয়েকজন মানুষ।
এদিকে এই সন্দেহখালির ঘটনাকে নিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে যাচ্ছেন বিজেপি নেতা মুকুল রায়৷ ঘটনার পর টুইট করে তিনি জানান, এই ঘটনায় আমাদের তিনজন কর্মী ইতিমধ্যে মারা গিয়েছে এবং বাকি চারজন এখনও নিখোঁজ। আমরা এই সমস্ত বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে যাচ্ছি। এবিষয় নিয়ে গভীয় শোক প্রকাশ করে টুইট করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।
দেখুন নিহত ও নিখোঁজের তালিকা-
সুকান্ত মণ্ডল (চোখে গুলি করে হত্যা করা হয়েছে )
প্রদীপ মণ্ডল (চোখে গুলি করে হত্যা করা হয়েছে )
তপন মণ্ডল (মাথায় গুলি করেছে)
শঙ্কর মণ্ডল (নিখোঁজ )
দেবদাস মণ্ডল (নিখোঁজ )
সঞ্জয় মণ্ডল (নিখোঁজ )
সঞ্জয় মণ্ডলের জামাইবাবু (নিখোঁজ ) যিনি জামাই ষষ্ঠীতে এসেছিলেন।P
Be the first to comment