সন্দেশখালির ঘটনায় সকলের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানালেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান

Spread the love


মাসানুর রহমান,

উত্তর ২৪ পরগণার সন্দেশখালিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ ও চারজনের মৃত্যুর পরে সরগরম রাজ্য। মৃতদের মধ্যে তিনজন বিজেপির ও একজন তৃণমূল কংগ্রেসের এমনটাই দাবী করা হয়েছে দুই দলের পক্ষ থেকে। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের  কাছে এ বিষয়ে রিপোর্ট তলব করতে যাচ্ছেন বিজেপি নেতা মুকুল রায় সহ বিজেপি-র চার সাংসদ, এক বিধায়ক ও সাধারণ সম্পাদক। 

এমতাবস্থায় চারিদিকে শান্তির পরিবেশ বজায় রাখার আবেদন জানিয়েছেন বসিরহাটের সদ্য নির্বাচিত তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহান। আজ এক সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতিতে নুসরাত বলেন, “বন্ধুরা, এই পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমাদের সবাইকে এখন অবশ্যই শান্তির আবেদন করতে হবে। এটা কোনও সাম্প্রদায়িক বিষয় নয়, আমি সবসময়ই মানবতা ও ধর্ম নিরপেক্ষতার পক্ষে। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁরা যে দলেরই হোন, তাঁদের পরিবারবর্গের জন্য আমি প্রার্থনা করছি। সর্বাগ্রে আসে মানবতা। আমি তাই আমার সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছে অনুরোধ জানাচ্ছি আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য। বসিরহাট একটি অত্যন্ত স্পর্শকাতর এলাকা। কিন্তু সেখানকার মানুষ যাতে নিরাপদে থাকেন এবং তাঁরা যাতে আর কষ্ট না পান, তা আমরা সুনিশ্চিত করব। ধন্যবাদ।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*