সন্দেশখালির ন্যাজাট-এ শনিবার তৃণমূল-বিজেপি সংঘর্ষে এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করলো স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্যকে বিস্তারিত রিপোর্ট আজই জমা দিতে বলা হয়েছে। রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও জানতে চাওয়া হয়েছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালির ঘটনার পর গতকাল রাতে দিল্লিতে মুকুল রায় স্বরাষ্ট্রমন্ত্রকে গিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই আজ স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে বলে খবর।
প্রসঙ্গত, গতকালই তৃণমূল ও বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালির ন্যাজাট। বিজেপির ৩ জন কর্মী প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল ও তপন মণ্ডলকে গুলি করে খুন করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে কায়ুম মোল্লা নামে এক তৃণমূলকর্মীকে খুনের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। যদিও দুপক্ষই তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে, রাজ্যে একের পর এক রাজনৈতিক সংঘর্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। দিল্লি গেছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। সূত্রের খবর রাজ্যপালের সঙ্গে সোমবার দিল্লিতে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি সন্দেশখালির বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।
Be the first to comment