রূপ বিশেষজ্ঞ শর্মিলা সিং ফ্লোরাঃ
অয়েলি স্কিনের অধিকারী যারা তাদের স্কিনকে সুখী স্কিন বলা হয়। কারন অয়েলি স্কিনের বেশকিছু ভালো গুন আছে। যেমন এটা কোনও রিঙ্কেল আসতে দেয়না। স্কিনে কোনোরকম বয়সের ছাপ ফেলেনা। ঠিক তেমনই অয়েলি স্কিনকে একটু বেশিই মেন্টেন করতে হয় নাহলে কিছু ইমপিওরিটিস জমা হয় স্কিনে। অয়েলি স্কিনে পিম্পল ছাড়া জে সমস্যাগুলো দেখা যায় সেগুলি হলো ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, কালচে ভাব ইত্যাদি। এই ধরনের স্কিনে গ্রন্থিগুলো একটু বেশি সক্রিয় বলেই তেল নিঃসরণ বেশি হয়। আর ওইগুলোই পরে মুখে জমে প্রথমে প্রথমে হোয়াইট হেডস এবং পরে ব্ল্যাক হেডস হয়।
অয়েলি স্কিনে প্রথম এবং প্রধান কাজ হল ভালো করে স্কিনকে পরিষ্কার রাখা। সারাদিনে দুবার ফ্লোরার সেনসিটিভ অ্যান্ড অয়েলি ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করতে হবে এবং তার সাথে একবার অন্তত সেবাম ক্লিন্সার দিয়ে পরিষ্কার করতেই হবে।
ফ্লোরার গোল্ড স্ক্রাব, পার্ল স্ক্রাব, ট্যান স্ক্রাব যেকোনো একটা দিয়ে হাল্কা হাতে স্ক্রাব করা উচিত। যাতে ডেড শেল এবং মুখে জমে থাকা ব্ল্যাক এবং হোয়াইট হেডস দূর করা যায়।
প্রতিদিন একবার স্কিন ক্লিনার ক্রিম লাগালে স্কিনের ব্যাল্যান্স সুন্দরভাবে বজায় থাকবে। এর সঙ্গে সপ্তাহে ৪দিন করে যদি ফ্লোরার সিউইড মাস্ক ব্যবহার করা যায় তাহলে এটা স্কিনে অক্সিজেন বুস্ট করতে সাহায্য করবে যেটা অয়েলি স্কিনে খুবই প্রয়োজন।
এছাড়া অয়েলি স্কিন হলেও একটা হাল্কা অয়েল ফ্রি ময়েশ্চার ব্যবহার করা খুব দরকার স্কিনকে হাইড্রেট রাখার জন্য। তার জন্য ফ্লোরার ফেস ময়েশ্চার ব্যবহার করা আবশ্যিক।
গত সপ্তাহের বিষয়
Be the first to comment