সাংবাদিক প্রশান্ত কানোজিয়ার গ্রেফতারি ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়লো যোগী সরকার ৷ অবিলম্বে তাঁকে মুক্তির নির্দেশ শীর্ষ আদালতের ৷ একইসঙ্গে উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েককেও বিশেষ পরামর্শ কোর্টের ৷ উল্লেখ্য, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর ট্যুইটের অভিযোগে সোমবার সাংবাদিক প্রশান্ত কানোজিয়াকে গ্রেফতার করে পুলিশ ৷ তাঁর গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ধৃতের স্ত্রী ৷
মঙ্গলবার প্রশান্ত কানোজিয়ার স্ত্রীয়ের করা আবেদনের শুনানি শুরু হতেই উত্তরপ্রদেশ সরকারকে একহাত নেয় সুপ্রিম কোর্ট ৷ জানানো হয় নাগরিকের বাক স্বাধীনতা অলঙ্ঘনীয়। এই নিয়ে কোনও আলোচনার প্রয়োজন নেই ৷ মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে সংবিধান ৷ তাহলে কী করে তাঁকে জেলে ভরা হল বলে প্রশ্ন তোলে আদালত ৷
একইসঙ্গে কোর্ট এও স্পষ্ট করে যে, তারা কোনওভাবেই প্রশান্ত কানোজিয়ার ট্যুইটকে সমর্থন করে না ৷ তবে তাঁর মুক্তিতেই মান্যতা পাবে ব্যক্তিগত স্বাধীনতার অধিকার ৷ যোগী আদিত্যনাথের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার অভিযোগ তুলে প্রশান্তের গ্রেফতারির পরই উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া ৷ সাংবাদিকদের গ্রেফতারে তীব্র সমালোচনা করে এডিটরস গিল্ড অব ইন্ডিয়া।
এমনকি গ্রেফতারি পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেফতার নিয়েও চলে সমালোচনা ৷ তবে সু্প্রিম নির্দেশের পর আপাতত জামিনে মুক্ত উত্তরপ্রদেশের সাংবাদিক ৷ উল্লেখ্য, এই ঘটনায় গ্রেফতার মোট চার জন ৷
Be the first to comment