৮ দিন পর মিললো বায়ুসেনার নিখোঁজ AN32 বিমানের ধ্বংসাবশেষ

Spread the love

৮ দিন টানা তল্লাশির পর অবশেষে খোঁজ মিললো বায়ুসেনার AN-32 এয়ারক্রাফ্টের ৷ গত ৩ জুন হারিয়ে যায় বায়ুসেনার AN-32 বিমানটি ৷ মঙ্গলবার সকালে অরুণাচলপ্রদেশের লিপোতে AN-32-এর ধ্বংসাবশেষ দেখতে পায় বায়ুসেনার Mi-১৭ হেলিকপ্টার ৷ AN-32 বিমানটিতে ছিলেন ৮ জন ক্রু সদস্য ও ৫ জন সশস্ত্র সেনা সদস্য ৷

ভারতীয় বায়ুসেনা ট্যুইটারে জানিয়েছে, লিপো থেকে ১৬ কিমি উত্তরে AN-32- এর ধ্বংসাবশেষ মিলেছে ৷ গত ৩ জুন র‌্যাডারের বাইরে চলে যায় বিমানটি ৷ তারপর আর যোগাযোগ করা যায়নি বিমানটির সঙ্গে ৷ গত শনিবার বায়ুসেনা ঘোষণা করেছিল, AN-32 বিমানের খোঁজ কেউ দিতে পারলে, তাঁকে নগদ ৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ৷

গত ৩ জুন দুপুর ১টা নাগাদ অসমের জোরহাট থেকে অরুণাচল প্রদেশের মেচুকা ভ্যালির অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডের দিকে যাওয়ার সময় হঠাৎই নিখোঁজ হয়ে যায় ভারতীয় বায়ুসেনার AN-32 পণ্যবাহী বিমানটি ৷ জানা গিয়েছে, উড়ানের কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এই রাশিয়ান আন্তনভ বিমানটির ৷ বায়ুসেনার আধিকারিকরা নিয়মিত নিখোঁজদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*