শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হলো ‘বায়ু’, মুম্বইয়ে শুরু প্রবল বৃষ্টি

Spread the love

তাপপ্রবাহে জ্বলছে দেশের বিভিন্ন অঞ্চল ৷ তারই মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত ‘বায়ু’ ৷ এর জেরে ইতিমধ্যেই প্রবল বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে মুম্বইয়ে ৷ এর জেরে গত কয়েকদিনের প্রচন্ড গরমে থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে বাণিজ্য নগরী ৷ বুধবার মুম্বইয়ের বান্দ্রা, দাদর, খার, অন্ধেরি-সহ একাধিক এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ৷

বায়ুর জেরে মঙ্গলবার থেকেই ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ৷ এর জেরে বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে ৷ প্রবল বৃষ্টির জেরে থাই এয়ারওয়েজের একটি বিমানের রানওয়ের সাইট লাইটের সঙ্গে ধাক্কা লাগে ৷ অল্পের জন্য বড় দুর্ঘটনা ঘটেনি৷ বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ভারী বৃষ্টির জেরে ভিজিবিলিটি কমে যাওয়ায় আপাতত বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*