ব্রেক্সিটের জেরে পদ হারাতে চলেছেন ব্যাঙ্ক অব ইংল্যান্ডের বর্তমান গভর্নর মার্ক কারনি। তাঁর বদলে বেশ কয়েকজনের নাম ভাবা হয়েছে। তাঁদের মধ্যে একজনই আছেন যিনি ব্রিটিশ নাগরিক নন। তিনি হলেন ভারতের রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন প্রধান রঘুরাম রাজন।
উল্লেখ্য, ব্যাঙ্ক অব ইংল্যান্ড ব্রিটিশ সরকারের আর্থিক নীতি নির্ধারণে ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। মার্ক কারনির ওপরে ব্রিটেনের রক্ষণশীল রাজনীতিকরা অসন্তুষ্ট হয়েছেন। অভিযোগ, তিনি দেশের আর্থিক দুর্দশার কথা বাড়িয়ে বলেছেন। ইউরোপীয় ইউনিয়নে থাকলে ব্রিটেন যে নানাভাবে লাভবান হয়, সেকথা মানতে চাননি। ব্রেক্সিট পর্বে ব্রিটেনের অর্থনীতি নিয়ে বিভিন্ন সাক্ষাৎকারে মন্তব্য করেছেন রাজন।
তবে ব্যাঙ্ক অব ইংল্যান্ডের পরবর্তী গভর্নর হিসাবে ভাবা হচ্ছে, তাঁদের মধ্যে খুব উল্লেখযোগ্য কেউ নেই। তাঁদের মধ্যে রঘুরাম রাজনের যোগ্যতাই সবচেয়ে বেশি। ৫৬ বছর বয়সী রাজন এখন শিকাগো বুথ স্কুল অব বিজনেসে অধ্যাপনা করেন। তিনি এসম্পর্কে কোনও মন্তব্য করেননি। ইউকে ট্রেজারি ব্যাঙ্ক অব ইংল্যান্ডের পরবর্তী গভর্নর নিয়োগ করবে। তারাও জানায়নি, ওই পদের জন্য কে কে আবেদন করেছেন।
পর্যবেক্ষকদের মতে, ব্যাঙ্ক অব ইংল্যান্ডের গভর্নর হওয়ার জন্য যা যোগ্যতা প্রয়োজন, সবই রঘুরাম রাজনের আছে। তিনি ২০০৩ থেকে ২০০৬ পর্যন্ত আইএমএফের চিফ ইকনমিস্ট ছিলেন। পরে ভারত সরকারের অর্থনৈতিক উপদেষ্টা হন। ২০১৩ সালে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরও হয়েছিলেন।
Be the first to comment