গণতন্ত্রের কফিনে আরও একটা পেরেক পুঁতলেন মমতা বন্দ্যোপাধ্যায়ঃ মুকুল রায়

Spread the love

গণতন্ত্রের কফিনে আরও একটা পেরেক পুঁতলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি খুনি মুখ্যমন্ত্রী। সমস্ত দায় স্বীকার করে পদত্যাগ করা উচিত মমতার। বিজেপির লালবাজার অভিযান শেষে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি আরও বলেন, মমতা আর কোনও দায়িত্ব সামলাতে পারছেন না। উনি মস্তিষ্কের ভারসাম্য হারিয়েছেন।

উল্লেখ্য, গত শনিবার তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে সন্দেশখালি। সংঘর্ষ, বোমাবাজি, গুলিতে মৃত্যু হয় তিনজনের। নিহতদের মধ্যে দু’জনই বিজেপি কর্মী। তারপর কালাদিবস ও বসিরহাট বনধের ডাক দিয়েছিল বিজেপি। ডাক দেওয়া হয় লালবাজার অভিযানেরও।

এদিকে বুধবার সকাল থেকেই বিজেপির প্রতিটা মিছিলই ছিলো লালবাজারমুখী। প্রতিটি জেলা থেকে দলে দলে দলীয় কার্যকর্তারা কলকাতায় আসেন। তবে প্রস্তুত ছিল পুলিশও। ব্যারিকেড, জলকামান, কাঁদানে গ্যাসের সেল নিয়ে তৈরি ছিল তারাও। মিছিল শহরে ঢুকতেই আটকানো হয়। পুলিশ ও বিজেপি নেতা-কর্মীদের ধস্তাধস্তিতে উত্তপ্ত হয়ে ওঠে মধ্য কলকাতা। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা চরম আকার নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে জলকামান ব্যবহার করে পুলিশ। কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। অসুস্থ হয়ে পড়েন বিজেপির বহু কর্মী-সমর্থক।

এদিকে, আজকের ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেছেন মুকুল রায়। বলেন, বিজেপির শান্তিপূর্ণ মিছিলের উপর কাঁদানে গ্যাসের সেল ও জলকামান ব্যবহার করা হয়। মনে রাখবেন আমি খুব সুচারুভাবে রাজনীতি করি। অনেককেই চিহ্নিত করে রেখেছি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*