মঙ্গলবার বিকেলে সাংবাদিক সম্মেলন করেছিলেন বিজেপি নেতা মুকুল রায়। হুগলির দুটি গ্রাম পঞ্চায়েতের সদস্যদের হাতে বিজেপির পতাকা দিয়ে তালপুর আর চাঁপাডাঙা গ্রাম পঞ্চায়েতের দখল নিল গেরুয়া শিবির। আর বুধবার পাল্টা সাংবাদিক সম্মেলন করলেন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, কাল যাঁরা বিজেপি দফতরে গিয়েছিলেন, আজ তাঁরা তৃণমূল ভবনে। ডায়মন্ড হারবারের সাংসদ এদিন আরও দাবি করলেন, মিথ্যে বলেছেন মুকুল রায়। ওই পঞ্চায়েত তৃণমূলের ছিলো, তৃণমূলের আছে এবং তৃণমূলেরই থাকবে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, মিথ্যে কথা বলে মুকুল রায় সবাইকে বিভ্রান্ত করতে চাইছেন। উনি দিল্লির কাছে নম্বর বাড়াতে চাইছেন। এদিন অভিষেকের পাশে ছিলেন বর্ধমানের জেলা পরিষদের সদস্য শান্তনু কোঙার। শুভ্রাংশু রায়রা যে দিন বিজেপি-তে যোগ দেন, সে দিন গেরুয়া ঝাণ্ডা হাতে তুলে নিয়েছিলেন বর্ধমানের এই যুব নেতাও। তাঁকে পাশে বসিয়ে এ দিন যুব তৃণমূল সভাপতি বলেন, মুকুলবাবুর পুত্র ওঁকে ভুল বুঝিয়ে দিল্লি নিয়ে গিয়েছিলো।
পাশাপাশি সিঙ্গুর আন্দোলন নিয়ে মুকুল রায়ের ‘ভুল’ কবুল প্রসঙ্গেও এদিন কটাক্ষ করেন অভিষেক। তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে জমি ফেরত দেওয়া হয়েছে। যে দিন অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়া হচ্ছে, সে দিন উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চে ছিলেন। তখন কেন দল ছাড়েননি? এ সব কথা বলা মানে সুপ্রিম কোর্টের রায়কে অসম্মান করা।
দেখুন ভিডিও-
Be the first to comment